ঢাকা ক্রাইম নিউজ: নবগঠিত বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আহমেদ চৌধুরী বিজয় কে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (১৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ছয়টা তিরিশ মিনিটে বনানী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (বাড়ি নং ৪, রোড নং ২, গুলশান-১) জুয়েলের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন অফিসে প্রবেশ করে। সভাপতিকে না পেয়ে অফিসের স্টাফদের সামনে সভাপতিকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
বাড়ির দারোয়ান তাদেরকে গতিরোধ করতে চাইলে জোরপূর্বক তারা বাড়ির ভিতরে অফিসে ঢুকে পড়ে।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বনানী প্রেসক্লাবের সভাপতি কাওসার আহমেদ চৌধুরী বিজয় গুলশান থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করেন। যাহার নাম্বার – ১২৪২, তারিখেঃ ১৯/০১/২০২১।
এ ঘটনার ব্যাপারে বনানী প্রেসক্লাবের সভাপতি কাওসার আহমেদ চৌধুরী বলেন, জুয়েল এবং রাসেল নামে দুই ব্যবসায়ীর অমীমাংসিত ব্যবসায়িক সমস্যা দেখা দেয়। পরবর্তীতে উভয়ই আমার মাধ্যমে মীমাংসার চেষ্টা করে। এ ব্যাপারে আমি বিষয়টি উভয়ের উপস্থিতিতে নিষ্পত্তি করে দেওয়ার কথা বলার পরেও জুয়েল কেন এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি করলো বিষয়টা বোধগম্য নয়। ঘটনার পর থেকে আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় আছি।