পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাক্টর দিয়ে পেঁয়াজের ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করায় লিটন (৩২) নামে এক যুবকের লিঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, লিটন সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গ্রামের ফরহাদ গতকাল সোমবারে ট্রাক্টর দিয়ে লিটনের পেয়াজের ক্ষেত নষ্ট করে দেয়। ওই দিন রাত ৮টার দিকে গ্রামের করিমের মুদি দোকানের সামনে ফরহাদ ও তার ভাই রেজাউলকে এ বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে লিটনকে ধরে তার পুরুষাঙ্গে ব্লেড দিয়ে পোঁচ দেয়। এতে লিটনের পুরুষাঙ্গের অনেকাংশ কেটে যায়।
লিটনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। লিটনকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লিটনের স্ত্রী তানিয়া বাদী হয়ে সাঁথিয়া থানায় ফরহাদ ও রেজাউলকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’