ঢাকা ক্রাইম নিউজ: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বিজিবি বলছে, নিহত ব্যক্তি ইয়াবাপাচারকারী।
শনিবার (১৪ নভেম্বর) ভোররাত ৪টার দিকে টেকনাফের নাফ নদীর ১ নম্বর স্লইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুই লাখ দশ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড বন্দুকের খালি খোসা উদ্ধার করা হয় বলেও জানায় বিজিবি।
টেকনাফ ২নম্বর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাফ নদীতে স্পিড বোট নিয়ে বিজিবি’র একটি বিশেষ দল টহল দিচ্ছিলো।
এসময় তারা দেখতে পায় একটি কাঠের নৌকায় করে তিন ব্যক্তি মিয়ানমার জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এসময় টহলরত বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে। এসময় দুই পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে চলে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করে বিজিবি সদস্যরা।
পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি।