ঢাকা ক্রাইম নিউজ: লিবিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।
ওই নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রী ছিল। এর মধ্যে নারী ও শিশুও ছিল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১২০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনাকবলিত হয়।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৭৫ মাইল পশ্চিমে বন্দরনগরী খোমসে চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে আটটি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে।