ঢাকা ক্রাইম নিউজ: রাজধানী ঢাকার সব খাল হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ’র (পিআইবি) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের সব খাল হাতিরঝিলের আদলে তৈরি করে ওয়াকওয়ে ও ওয়াটার ট্রান্সপোর্ট করা হবে।
এ লক্ষ্যে প্রকল্প হাতে নেয়া হয়েছে। রাজধানীতে ট্রাফিক জ্যাম লাঘব করতে হলে মেট্রোরেল, সাবওয়ে এবং সড়ক করার পাশাপাশি ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস চালু করতে হবে।
তাজুল ইসলাম বলেন, গ্রামে আধুনিক নগরীর সুযোগ-সুবিধা দিতে গিয়ে যেন সমস্যা সৃষ্টি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টদের বাস্তবভিত্তিক পরামর্শ দেয়ার আহ্বান জানাই। ঢাকা শহরকে বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে হবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাতিরঝিল থেকে গুলশান-বনানী-মহাখালী এবং বালু নদী পর্যন্ত ওয়াটার কানেক্টিভিটি তৈরির জন্য সরকার পরিকল্পনা করছে।
রাজধানীতে উঁচু দালান নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, একটি বড় ভবনে যে পরিমাণ মানুষ বসবাস করবে তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, শপিংমল বিনোদনসহ অন্যান্য ইউটিলিটি সার্ভিস নিশ্চিত করতে হবে।