সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তিনি ফুসফুসে ইনফেকশন জনিত জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) জাহাঙ্গীর আলম।
বুধবার (১১ অক্টোবর) তিনি বলেন, স্যার অসুস্থাতাবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা টেস্টও করা হয়েছে। তবে ফল নেগেটিভ এসেছে।
এদিকে পিএসসির চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তার শুভাকাঙ্খীরা।
গত ১৬ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২১ সেপ্টেম্বর তিনি শপথ নেন।
এর আগে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান মো. সোহরাব হোসাইন।
২০১৩ খ্রিষ্টাব্দের ১৩ ডিসেম্বর সোহরাব হোসাইনকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সৃজন করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পান সোহরাব হোসাইন। শিক্ষা সচিব হিসেবে যোগদানের আগে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোহরাব।
১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোহরাব হোসাইন এর আগে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিববের দায়িত্ব পালন করেন।