রিপোটার : দুলাল মিয়া
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার আপিলের শুনানিতে সংখ্যা গরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে তা বাতিল করা হয়।
শুনানিতে কমিশনার মাহবুব তালুকদার খালেদা জিয়ার মনোনয়ন বৈধ বলেন। কিন্তু বাকিরা নামঞ্জুর করেন। ফলে ৪-১ ভোটে খালেদা জিয়ার আপিল নামঞ্জুর হয়।
এর আগে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করে দিলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন খালেদা জিয়া। কিন্তু সেই আপিল নাকচ হয়ে যায়। ফলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকল না বিএনপি চেয়ারপারসনের।
আরো পড়ুন: ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকুন’
তিন যুগ আগে খালেদা জিয়া দলের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে ছাড়াই জাতীয় নির্বাচন করতে হচ্ছে বিএনপিকে।
খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি নেতারা। কিন্তু গত ২ ডিসেম্বর বাছাইয়ের সময় দণ্ডের কারণ দেখিয়ে তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের পর গত ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।