টাঙ্গাইলের কালিহাতীতে সরকারী পাঠ্যবই নিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে বিপুল সংখ্যক বই পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলা পরিষদের গেটের কাছে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নারায়নগঞ্জ থেকে সরকারী পাঠ্য নিয়ে একটি ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেট পার হয়। পরে ট্রাকটি উপজেলার ভিতরে প্রবেশের জন্য পেছাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তারা পাঠ্যবইগুলো পাহারা দিয়ে রাখে।
কালিহাতী এবং ঘাটাইল উপজেলার জন্য বরাদ্দকৃত আর.আর প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানির অষ্টম শ্রেণির এক লাখ ২১ হাজার ১২০ কপি সরকারী পাঠ্যবই ছিল ট্রাকটিতে।